মানুষ আমার গান শোনে, পছন্দ করে এটা আমার সৌভাগ্য

243

গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি নিজেকে মেলে ধরেছেন সঙ্গীতাঙ্গনেও। তবে সেটা অভিনয়ের মতো অতোটা নিয়মিত না, ভালবাসেন গাইতে তাই ফিরে ফিরে যান সঙ্গীতের কাছে। গান গাওয়া প্রসঙ্গে অভিনেতা ফজলুর রহমান বাবু এভাবেই বলছিলেন।
‘আমি গান গাই শখ করে। লোকধাঁচের গানই বেশি গাই। মাঝে মাঝে টিভি নাটক কিংবা চলচ্চিত্রের পরিচালক এসে অনুরোধ করেন। আর এ ধরনের আবদার যারা করেন তারা সবাই আমার বন্ধু মানুষ। না করতে পারি না। বন্ধুদের মন রক্ষার্থে গান গাইতে হয়। গান গাওয়ার নেপথ্যে আরেকটা কারণ আছে, আমি গানকে ভালোবাসি।’
তিনি আরো বলেন, ‘মনপুরা’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ আর ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’-এ গান করেছি। মনপুরা ছবিতে ‘নিধুয়া পাথারে’ আর ‘সোনাই হায় হায় রে’ গান দুটি গেয়েছিলাম। এই দুটি গানের জন্য বাচসাস পুরস্কার পেয়েছিলাম। আমার গাওয়া গান নিয়ে অ্যালবামও বেরিয়েছে। কিন্তু আমি সঙ্গীতশিল্পী না। নিজেকে সঙ্গীতশিল্পী মনে করি না। আমার গান মানুষ শোনে, পছন্দ করে এটা আমার সৌভাগ্য। তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ।
বাবু বলেন, আমি অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করি। আর অনেকে তো আমাকে সঙ্গীতশিল্পী বানিয়ে দেয়!