ব্যস্ত ঈশিকা

719

প্রায় চার বছর ধরে মিডিয়াতে কাজ করছেন ঈশিকা খান। সবসময় তার অভিনয়ই ভালো লাগে বেশি। তবে অভিনয়ের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে উপস্থাপনাও করেন তিনি। মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ক্রিকেট সম্পর্কিত লাইভ শো ‘পাওয়ার প্লে’র নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। খেলা শুরুর আগে ৪৫ মিনিট এবং বিরতির সময় ২০ মিনিট সময় উপস্থাপনা করেন ঈশিকা খান। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা ঈশিকা খানের সঙ্গে ক্রিকেট নিয়ে আলাপচারিতায় মেতে ওঠেন।
এরই মধ্যে তার নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে। এদিকে এনটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্রাজুয়েট’র সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এরইমধ্যে কয়েকদিন শুটিংয়েও অংশ নিয়েছেন। এ ছাড়া সম্প্রতি ঈশিকা খান শেষ করলেন আজাদ আল মামুনের নির্দেশনায় ‘শুধু তোমার জন্য’ নাটকের কাজ।
উল্লেখ্য এ যাবৎ ঈশিকা অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হচ্ছে হিমেল আশরাফের ‘একদিন ছুটি হবে’, মাবরুর রশীদ বান্নাহ’র ‘নাইন অ্যান্ড হাফ’, মোস্তফা কামাল রাজের ‘দোস্ত দুশমন’, রুবায়েত মাহমুদের ‘সাইন আপ’, শিমুল সরকারের ‘এ কী কা-’ ইত্যাদি। অমিতাভ রেজার নির্দেশনায় ঈশিকা প্রথম ‘রবি’র বিজ্ঞাপনে মডেল হন। শহীদ উন নবীর নির্দেশনায় ‘প্রেমবাজ তেলবাজ’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক শিহাব শাহীন পরিচালিত ‘ভালোবাসার চতুষ্কোণ’। বৈশাখী টিভিতে প্রচারিত ‘মিউজিক ট্রেন’ অনুুষ্ঠানে প্রথম উপস্থাপনা করেন এ পর্দাকন্যা।