মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

268

‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক উম্মেল কুলসুম, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম ও আব্দুল হাকিমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পক্ষ থেকে র‌্যালি চলাকালীন মশক নিধন যন্ত্রের মাধ্যমে শহরের বিভিন্ন সড়কের আশেপাশের মশক নিধন করা হয়। র‌্যালি শেষে শহরের বেশ কিছু জায়গা হতে ময়লা-আবর্জনা সরিয়ে ফেলা হয়। উল্লেখ্য মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও আজ থেকে ৩১ জুলাই পর্যন্ত পালিত হবে।
অন্যদিকে, নাচোলেও মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নী, নাচোল থানার অফিসার ইন্চার্জ চৌধুরী জোবায়ের আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দীন খানসহ অন্যান্যরা। এদিন উপজেলার ৪টি ইউনিয়নসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কর্মসূচী পালিত হয়েছে।