জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

127

সমসাময়িক বিষয় নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম, পিপিএম, সহকারি পুলিশ সুপার ফজল-ই-খুদা, সদর থানার ওসি জিয়াউর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিংএ সমসাময়িক বিষয়গুলোর মধ্যে যা তুলে ধরা হয়, ছেলেধরা ও গুজব, গণপিটুনি প্রতিরোধ, বন্যা নিয়ন্ত্রণ, ডেঙ্গু ও মশক নিধন, বিদ্যুৎ সমস্যা ইত্যাদি। এসময় পুলিশ সুপার বলেন, ছেলেধরা ও গুজব, গণপিটুনি প্রতিরোধে আমরা প্রচারণা সপ্তাহের মত প্রথম দিন মাইকিং, এরপর সিনিয়র পুলিশ কর্মকর্তাদের প্রতিটা স্কুলে গিয়ে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ, ইউপির চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদারসহ সহ সকলকে নিয়ে মিটিং-বৈঠক, কমিউনিটি পুলিশিংএ আলোচনা ও মসজিদেও খুতবায় আলোচনা করা-এবিষয় গুলো নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে পুলিশের পাশাপাশি গণমাধ্যম কর্মীসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এরকম কোন অনাকাক্সিক্ষত ঘটনা দেখলে বা জানলে ৯৯৯-এ ফোন দেয়া অথবা স্থানীয় থানায় খবর দেয়ার আহবান জানান পুলিশ সুপার। এছাড়াও ঈদ উল আযহা উপলক্ষ্যে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বর্জ্য অপসারণ, চামড়া প্রক্রিয়াজাতকরণ, অবৈধ গরু অনুপ্রবেশ রোধে চেকপোষ্ট বসানো ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করেন তিনি। পরে প্রেস ব্রিফিংএ সাংবাদিকবৃন্দও তাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন।