গোমস্তাপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ দু’জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

165

গোমস্তাপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম সহ দ’জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আক্রান্ত দু’জনই ঢাকায় গিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন আহমেদ জানান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম জ্বর নিয়ে পরামর্শ নিলে তাকে ডেঙ্গু জ্বরে আক্রাত কিনা তা রক্ত পরীক্ষা সনাক্তের পরামর্শ দেওয়া হয়। পরে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগের জীবাণু পাওয়া যায়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ দিকে গত ২১ জুলাই সন্ধ্যায় ঢাকায় বসবাস করা উপজেলা বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের শুকুর উদ্দিনের ছেলে মোরসালিন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে তার রক্ত পরীক্ষা করে ডেঙ্গু রোগের জীবাণু পাওয়া যায়। বর্তমানে সে রহনপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা এখন উন্নতির দিকে বলে তিনি জানান।