ভূমধ্যসাগর থেকে ২ হাজারের বেশি অভিবাসী উদ্ধার

389

ভূমধ্যসাগর থেকে দুই হাজার অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্ট গার্ড। তারা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তবে এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার দেশটির কর্মকর্তার বরাতে এ কথা জানায় বার্তা সংস্থা রয়টার্স। এ ব্যাপারে ইতালিয়ান কোস্ট গার্ডের এক মুখপাত্র জানায়, ১৯টি অভিযানে ১৬টি রাবারের নৌকা থেকে ২ হাজার ৭৪ জনকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা বিষয়ক দাতব্য সংগঠন মেডিসিন স্যান ফ্রন্টিয়ার্স এমএসএফ জানিয়েছে, একজন কিশোরর মৃতদেহ উদ্ধার করেছে তারা। এক টুইট বার্তায় তারা জানায়, ‘এই সমুদ্র এখন কবরস্থান হয়ে গেছে। ’ কোস্ট গার্ডের মুখপাত্রও একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি। এমএসএফ আরও জানায়, দুটি উদ্ধরকারী জাহাজ ৯টি নৌকা থেকে ১ হাজার জনকে উদ্ধার করেছে। এ প্রসঙ্গে রয়টার্সের চিত্রগ্রাহী ড্যারিন জামিত লুপি বলেন, ‘অভিবাসনের ১৯ বছরের কর্মজীবনে আমি এমন দৃশ্য দেখিনি। ’ তিনি ফিনিক্স নামে এক উদ্ধারকারী জাহাজে অবস্থান করছিলেন। সেই জাহাজ ১৩৪জনকে উদ্ধার করে। উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৩২ হাজার অভিবসী ইউরোপ পৌঁছেছে। আর ৬৫০জন নিহত বা নিখোঁজ হয়েছেন।