বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান

299


চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরের দাবিতে অবস্থান কর্মসুচি পালিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বিআরডিবি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে অবস্থান কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ বিআরডিবি কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ চৌধুরী। সমাবেশে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প একত্রিত করে রাজস্ব বাজেটসহ প্রকল্প কর্মসুচিতে জনবল সমন্বয়ের মাধ্যমে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরকরণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিআরডিবি কর্মচারী সংসদ‘র সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিআরডিবি কর্মচারী সংসদ এই কর্মসুচির আয়োজন করে।