চাঁপাইনবাবগঞ্জে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

250


বিজ্ঞান ও প্রযুক্তি-অগ্রগতির মূল শক্তি-এ সেøাগানকে সামনে রেখে ঞ্জ সদর উপজেলায় বিজ্ঞান মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যাদুঘরের তত্ত¡াধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাঁও। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, ল²ীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় বিজ্ঞান ক্লাবসহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩১টি প্রকল্প উপস্থাপন করে। ভবিষ্যতে এ মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক গড়ে উঠতে অনুপ্রাণিত করবে বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।