বার্সেলোনায় নতুন চুক্তি করতে নারাজ মেসি

150

এরকম গুঞ্জন শোনা গেছে আগেও। মেসি বার্সেলোনা ছাড়তে চাইছেন কিংবা মেসি বার্সেলোনায় চুক্তি নবায়ন করতে রাজি নন। এবারও ঠিক তেমনই সোড়গোল উঠল, মেসি ক‌্যাম্প ন‌্যুতে থাকতে চাইছেন না। এজন‌্য বার্সেলোনার সঙ্গে চুক্তিও করতে রাজি নন।

প্রতিবেদনে এসেছে, মেসি এবং তার বাবা জর্জ ২০১৭ সালে কাতালানদের সঙ্গে যে চুক্তি করেছিল তা নিয়ে নতুন করে ভাবছে। সেবার তিন বছরের জন‌্য চুক্তি করেছিল। চলতি মৌসুমে শেষ হবে সেই চুক্তি।

স্প‌্যানিশ রেডিও স্টেশনের এক প্রতিবেদনে এসেছে, মেসি বার্সেলোনার কর্মকর্তাদের ওপর রেগে আছেন। বিশেষ করে কোচ আর্নেস্তো ভালভারদের বরখাস্তের কারণে মিডিয়ায় তার নাম আসায় এবং দলে ভালোমানের ফুটবলার না থাকার অভিযোগে ক্ষিপ্ত মেসি।

৩৩ এ পা রাখা মেসি শেষ ম‌্যাচে অ‌্যাথলেটিকোর বিপক্ষে ক‌্যারিয়ারের ৭০০তম গোল করেন। যদিও ম‌্যাচটি ২-২ গোলে ড্র হয়। লিগ শিরোপার লড়াইয়ে বার্সেলোনা এখন অনেকটাই পিছিয়ে। অন‌্যদিকে বার্সেলোনা পিছিয়ে যাওয়ায় এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ।

শেষ কয়েক মাসে মেসিকে নিয়ে একাধিকবার প্রকাশ‌্যে সমালোচনা করেছেন বার্সেলোনার কর্মকর্তারা। গত জানুয়ারিতে বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল গণমাধ‌্যমে জানান, কোচ আর্নেস্তো ভালভারদের বরখাস্তের পেছনে বড় ভূমিকা পালন করেছিলেন মেসি। শুধু তাই নয়, কোচের বিপক্ষে জনমত তৈরি করেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার।