ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

118

প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপের নেতৃত্বে ফরাসি সরকার শুক্রবার তার পদত্যাগপত্র জমা দিয়েছে এবং প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তা গ্রহণ করেছেন বলে জানিয়েছে তার সরকারি বাসভবন এলিসি প্রাসাদ।

আজ বিষয়ে কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিবৃতি দিলেও পদত্যাগের কারণ জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাক্রোঁর মন্ত্রিপরিষদ ঢেলে সাজানোর পথ পরিষ্কার করতেই সরে গেলেন ফিলিপে। রাষ্ট্রপ্রধানের দায়িত্বে শেষ দুই বছর নতুন উদ্যোমে কাজ করতে চান বলে কদিন আগে জানান ম্যাক্রোঁ।

তবে নতুন মন্ত্রিপরিষদ গঠন না হওয়া পর্যন্ত ফিলিপে দায়িত্বে থাকবেন বলে জানিয়েছে এলিসি প্রাসাদ। তবে পরে তারা জানায় ‘কয়েক ঘণ্টার’ মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে।

 পাঁচ বছরের মেয়াদের অর্ধেক সময় যেতে ফরাসি প্রেসিডেন্ট তার মন্ত্রিপরিষদে বদল আনেন। অবশ্য নতুন মন্ত্রিপরিষদে আবারও ফিলিপেকে প্রধামন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গত সপ্তাহে এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, করোনাভাইরাস দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। তা সামলে উঠতে নতুন মন্ত্রিপরিষদ গঠনের ইঙ্গিত দেন। তারই প্রতিফলন হলো ফিলিপের পদত্যাগের মধ্যে দিয়ে।