বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

201

চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে ও সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় গতকাল আজ বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপের ফাইনালে মোকাবেলা করে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলার নির্ধারিত ৪০ মিনিটে কোনো দল গোল করতে না পারায়, খেলা গড়ায় টাইব্রেকারে। নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপর দিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসেম উদ্দীন, নয়াগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা সুলতানা, পোলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।