গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে বেবি তরমুজের সফলতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

317

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গায় বেবি তরমুজ (গ্রীষ্মকালীন তরমুজ) এর সফলতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে রহনপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের জমিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা মাসুদ করিম, টেকনিক্যাল অফিসার সোস্যাল রুহুল আমিন, কৃষক রফিকুল ইসলাম, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী সহ স্থানীয় কৃষকগণ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে বেবি তরমুজের বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হয়। মাঠ দিবসে কৃষক রফিকুল ইসলাম জানান, চলতি বছরে ধান চাষ করে লাভবান হতে না পারলেও তিনি ২০ শতক জমিতে তরমুজ চাষ করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভবান হবেন। তাই নিজ উদ্যোগে আগামী বছর বড় পরিসরে তরমুজ চাষ করবেন বলে জানান। মাঠ দিবসে অতিথিবৃন্দ তরমুজ খেয়ে জানান, এই তরমুজ মিষ্টি ও বেশ সুস্বাদু। তরমুজের সাধারণত সাদা অংশ খাওয়া যায় না, তবে এই তরমুজের সাদা অংশও খাওয়া যাচ্ছে।