সেমির পথ কঠিন

194

শেষ দুই ম্যাচে জয়ের সঙ্গে অন্যদের ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিজেদের পরের দুই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ওই দুই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ উপমহাদেশের দুই পরাশক্তি দল ভারত ও পাকিস্তান। তাই সেমিফাইনালের পথটি কঠিন মনে করেন বাংলাদেশ দলের প্রাক্তন তারকা স্পিনার আব্দুর রাজ্জাক। পরের ম্যাচে দুই বারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে বাংলদেশ। ওই ম্যাচে বিরাট কোহলির দলের বিপক্ষে বাংলাদেশ চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে আইসিসির কলামে লিখেছেন আব্দুর রাজ্জাক। উপমহাদেশের দল হিসেবে ভারত ও পাকিস্তানের শক্তি ও দুর্বলতার জায়গাগুলো সম্পর্কে ধারনা রয়েছে বাংলাদেশের। তবে রাজ্জাক মনে করেন প্রতিবেশি হিসেবে না নিয়ে শুধুই প্রতিপক্ষ হিসেবে দেখা উচিত তাদের। ‘পরবর্তী ম্যাচে এশিয়ার প্রতিপক্ষ ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আমি ক্রিকেটারদের বলতে চাই, প্রতিবেশিদের অন্যভাবে না নিয়ে শুধু প্রতিপক্ষ হিসেবে দেখতে। ফেবারিট দল হিসেবে ভারত টুর্নামেন্টে এতদূর পর্যন্ত ভালো করে আসছে। সবাই তাদের কথা বলছে। তবে সেটা আমাদের খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি করছে। আমি নিশ্চিত তারা চ্যালেঞ্জর জন্য প্রস্তুত থাকবে।’ তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২২৪ রানে অলআউট হয়েছিল ভারত। অথচ ওই আফগানদের বিপক্ষেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ভারত-আফগানিস্তান ম্যাচ থেকে শেখার কথা জানিয়ে রাজ্জাক লেখেন, ‘ভারত-আফগানিস্তান ম্যাচ থেকে বাংলাদেশ কিছু শিক্ষা নিয়েছে। যেখানে আফগানরা ঘুরে দাঁড়িয়েছিল। তবে প্রত্যেকেরই খেলার আলাদা ধরন রয়েছে। সে দিক থেকে আফগানিস্তানের বোলিং ও ফিল্ডিংয়ের ধরন বিস্ময়কর। তবে যদি আমরা ব্যাটিং ভালো করি এবং নিজেদের সামর্থে্যর দিকে লক্ষ্য রাখি তবে আমরাও ভালো করতে পারবো। সেটা উইকেট ও পরিস্থিতির উপরও অনেকটা নির্ভর করে। সামনে পরিস্থিতি যাই আসুক আপনাকে খেলতে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়া কিংবা নিউজিল্যান্ডর বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ার পর বাংলাদেশের সেমিফাইনালের পথ কিছুটা কঠিন। সেই কঠিন পথ সহজ করতে ভারতীয় ব্যাটসম্যানদের রুখতে ভালো বোলিং খুব দরকার বল জানালেন রাজ্জাক।