প্রয়াসের মাছের পোনা অবমুক্ত ও আলোচনা

101

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর সংলগ্ন এলাকায় মহানন্দা নদীতে রবিবার সকালে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের (মৎস খাত) আওতায় অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এই পোনা অবমুক্ত করা হয়। এসময় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পোনা অবমুক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
উল্লেখ্য, ২৪-৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর কর্মসূচির আওতায় পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।