প্যারিসে ছুরি হামলা, আহত ৭

191

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে সাত জনকে আহত করেছে। আহতদের মধ্যে চার জনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে প্যারিসের উত্তরপূর্বাংশে ১৯তম আরোঁদিসমেঁর একটি খালের পাড়ে হামলার এ ঘটনাটি ঘটেছে। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে আফগানিস্তানের নাগরিক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলা মনে করার মতো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে বিবিসিকে জানিয়েছে কয়েকটি সূত্র।  আহতদের মধ্যে দুজন ব্রিটিশ পর্যটক আছেন বলে প্রকাশিত বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে।  ওই ব্যক্তি যাদের হামলা করেছে তারা সবাই তার অপরিচিত।
১৯তম আরোঁদিসমেঁর উক্যা খাল বরাবর কে দ্যা লুয়া এলাকায় এমকে-টু সিনেমা হলের কাছে প্রথমে সে দুজন পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে।
তাকে থামাতে কাছেই পেতার্ক খেলারত কয়েক ব্যক্তি তার দিকে বল ছুরে মারে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। হামলাকারীর শরীরে বলের আঘাত লাগার পর সে পালিয়ে যায়। এরপর হেনরি নওগেন্স স্ট্রিটে সে দুই ব্রিটিশ পর্যটকের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
তদন্তের প্রাথমিক পর্যায়ে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা মনে করার মতো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফ্রান্সের এক পুলিশ কর্মকর্তা।