চাঁপাইনবাবগঞ্জে কোটা সংক্ষণের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন

290

সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায় আদিবাসীদের কোটা সংরক্ষণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১ টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। প্রায় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে একত্মতা প্রকাশ করে জাতীয় আদিবাসী পরিষদ। মানববন ধন চলাকালে বক্তব্য দেন, আদিবাসী ছাত্র পরিষদ, জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ পাহান, সদস্য রঞ্জনা পাহান, সুশান্ত পাহান, লক্ষণ রাজোয়ার, জাতীয় আদিবাসী পরিষদের নেতা টুন ুপাহান, বিমলচন্দ্র রাজোয়ার প্রমূখ। বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী এমনিতেই পিছিয়ে পড়া। তার উপর কোটা বাতিল হলে আদিবাসীরা আরো পিছিয়ে পড়বে। তারা সরকারি চাকরি ও উচ্চ শিক্ষায় নির্ধারিত ৫ শতাংশ কোটা সংরক্ষণের দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।