নাচোলে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের উদ্বোধন ও পরিদর্শন

202

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুদক’র উদ্যোগে গড়ে তোলা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিচালিত সততা স্টোরের উদ্বোধন ও পরিদর্শন করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও নাচোল মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসা ২টি সততা স্টোর পরিদর্শন শেষে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে ১টি এবং নিজমপুর আলিম মাদরাসায় ১টি সততা স্টোরের উদ্বোধন করা হয়।
এসব সততা স্টোরের উদ্বোধন ও পরিদর্শন করেন দুদকের রাজশাহী বিভাগীয় সমন্বিত কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বহী অফিসার সাবিহা সুলতানা, দুদকের রাজশাহী বিভাগীয় সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক বায়েজিদুর রহমান খান ও উপ-সহকারি পরিচালক কামিয়াব আফতাবুন নবী, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান, নাচোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অব: অধ্যক্ষ নুরুল আওয়াল, নিজামপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাহবুব আলম, নাচোল খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল মডেল পাইলট উচ্চবিদ্যায়লয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাইরুল ইসলাম। উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে সততা ও দুর্নীতিমুক্ত নৈতিক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আর্থিক সহায়তায় সারা দেশে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিচালিত এসব সততা স্টোর গড়ে তোলা হচ্ছে।