নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

103

‘এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’- এই প্রতিপাদ্যে রবিবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে হাসপাতাল চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া, এমওডিসি ডা. আসাদুর রহমান বিপ্লব, নার্সিং সুপারভাইজার সুফিয়া খাতুনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।
আলোচকরা বলেন, প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রবিবার কুষ্ঠ রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কুষ্ঠ দিবস পালন করা হয়। গত পাঁচ বছরে দেশে ১৬ হাজারেরও বেশি কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে এবং আক্রান্তদের ৮ শতাংশের অঙ্গহানি ঘটেছে। অথচ সময়মতো ও সঠিক চিকিৎসা নিলে এটি পুরোপুরি দূর হতে পারে। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সব ধরনের সেবাপ্রাপ্তি সহজতর করা ও কুষ্ঠ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন তারা।