নাচোলে আলোচনা সভা

60

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুরে ‘উদ্যোক্তা তৈরিতে যুবসমাজ : স্থানীয়দের মতামত’ শীর্ষক প্রকল্পের সমাপনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নেজামপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- লিভিং ডেল্টা হাব প্রজেক্টের ফোকাল পার্সন আলম বিশ্বাস, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, এমআইএস অফিসার মাসুদ পারভেজসহ অন্যরা। সভায় স্থানীয় যুবসমাজ, উদ্যোক্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এসময় নির্বাচিত ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে অফেরতযোগ্য ১৬ হাজার টাকা ঋণ এবং ৫ জন ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়। যুক্তরাজ্যের ল্যাংকাস্টার ইউনিভার্সিটির সহযোগিতায় ও তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে ‘লিভিং ডেল্টার রিসার্চ হাব’ শিরোনামে একটি গবেষণা কর্মসূচি বাস্তবায়ন ২০২১ সালে সেপ্টেম্বর মাস হতে কার্যক্রম শুরু করেছিল প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।