নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনা জাগ্রত করতে হবে : জেলা প্রশাসক গালিভ খাঁন

44

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এসব কথা বলেছেন, মহান ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনের মধ্যদিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের যে চেতনা তা নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করতে হবে। শিক্ষার্থীদের মাতৃভাষা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একাজে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি প্রণয়নের জন্য জেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন। বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বিকেলে আলোচনা, দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, ভাষার গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সভার শুরুতে গতবছরের কর্মসূচি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকসহ অন্যরা।