নতুন প্রজাতির মাছ!

339
পৃথিবীর গভীরতম এক এলাকা, প্রশান্ত মহাসাগরের ৩,৬৭০ মাইল (৫,৯০০ কিলোমিটার) নিচে আটাকামা ট্রেঞ্চে বিজ্ঞানীরা তিনটি নতুন প্রজাতির মাছ খুঁজে পেয়েছেন। নিউক্যাসেল ইউনিভার্সিটির গবেষকরা জেলির মতো দেখতে স্নেইলফিশের এই নতুন প্রজাতির খোঁজ পান। ঘুটঘুটে অন্ধকারে বরফের মতো ঠান্ডা ও প্রচন্ড পানির চাপেও এই মাছগুলো বেঁচে থাকে অনায়াসে। লম্বায় এরা ১ ফুটেরও কম দীর্ঘ। এই মাছগুলোর শরীর খুব নরম আর স্বচ্ছ। আর এদের শরীরে কানের দিকে মাত্র একটা হাড় আছে। সাধারণত সাগরের গভীরে যেসব মাছ ও প্রাণী থাকে, তাদের দাঁত ও চোখ হয় বড়, দেখতে অনেকটা ভয়ংকর লাগে। কিন্তু নতুন এই মাছগুলো খুব নিরীহ ধরনের। গোলাপী, নীল ও বেগুনি রঙয়ের জেলির মতো দেখতে। এমনকি মাছগুলোকে দেখলে মনে হয় তারা হাসছে। পৃথিবীর সবচেয়ে গভীরে পাওয়া এই মাছ দেখতে বেশ আকর্ষণীয়, এমনটাই বলেছেন গবেষক ড. থম লিনলে। গবেষকরা আরো বলছেন মহাসাগরের গভীরতম এলাকায় এই মাছগুলো টিকে আছে, এর একটি কারণ হলো সেখানে পরভোজী কোনো প্রাণী নেই। আর মহাসাগরের গভীরে এই মাছগুলোর জন্য পর্যাপ্ত খাবারও আছে।