দেশে নিবন্ধিত পত্রিকা ৩১২৮টি

183

ঢাকাসহ সারা দেশে নিবন্ধিত পত্রিকা রয়েছে ৩ হাজার ১২৮টি। এসব পত্রিকার মধ্যে যেগুলো নীতিমালা অনুসরণ করে প্রকাশিত হচ্ছে না, সেসব পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি বাতিল করবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)। আজ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়।

তথ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সরকারি বেতারকেন্দ্র ১৪টি। বেসরকারি ২৮টি এফএম বেতারকেন্দ্রের লাইসেন্স দেয়া হয়েছে। এসবের মধ্যে ২৩টি এফএম বেতারকেন্দ্রের সম্প্রচার চলছে। এছাড়া, ৩২টি কমিউনিটি রেডিওকে লাইসেন্স দেয়া হয়েছে।