ট্রাম্পকে অযোগ্য বললেন ব্রিটিশ দূত

283

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে অদক্ষ, অনিশ্চিত ও অযোগ্য ও অপটু বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারোচ। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কমনওয়েলথ বিভাগে পাঠানো গোপন নোটে তিনি এই মন্তব্য করেছেন। আজ ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অন সানডে এই গোপন নোট প্রকাশ করেছে। কিম ড্যারোচ বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউজ‘স্বতন্ত্রভাবে অকার্যকর’ এবং ‘বিভক্ত’ হয়ে পড়েছে।

ট্রাম্প প্রশাসন সম্পর্কে নোটে তিনি লিখেছেন, ‘আমরা সত্যিকারার্থে মনে করি না, ট্রাম্পের প্রশাসন স্থিতিশীল ও স্বাভাবিক হবে। তার প্রশাসন খানিকটা অকার্যকর; খানিকটা অনিশ্চিত, খানিকটা দলবিভক্ত, কূটনৈতিকভাবে কিছুটা অপটু ও অযোগ্য।’

স্যার ড্যারোচ তার নোটে সবচেয়ে ভয়াবহ যে মন্তব্যটি করেছেন সেটি হচ্ছে তিনি ট্রাম্পকে ‘অনিশ্চিত’ ও ‘অযোগ্য’ বলেছেন। তিনি লিখেছেন, হোয়াইট হাউজের ভেতরে ‘ভয়াবহ অর্ন্তযুদ্ধ এবং বিশৃ্ঙ্খলা’ বিদ্যমান। মার্কিন সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে ব্যাপক লেখালেখি করলেও ট্রাম্প এগুলো ‘ভুয়া সংবাদ’ বলে উড়িয়ে দেন। তবে বাস্তব পরিস্থিতি হচ্ছে এর ‘অধিকাংশই সত্য।’