শ্রীলঙ্কা সফরেও নেতৃত্ব দেবেন মাশরাফি

106

টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপ শেষে অবসর নেবেন- এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু ক্যাপ্টেন নিজেই জানিয়ে দিয়েছেন, অবসর নিয়ে আপাতত ভাবছেন না। আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যেতে চান তিনি। তবে এটা কেবল মাশরাফির ভাবনা নয়; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনা। দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই কাণ্ডারীকে দেশের মাটিতেই বিদায় দিতে চায় বিসিবি। সেটা সম্ভবত এ বছরের মধ্যেই।

বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মাশরাফি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ৮ ম্যাচে নিয়েছেন মাত্র ১ উইকেট। একটি ম্যাচেই ১০ ওভার পুরো বোলিং করেছেন। এই মাসের শেষের দিকেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাশরাফি যদি হুট করে সিদ্ধান্ত বদলে না ফেলেন, তবে তার নেতৃত্বেই শ্রীলঙ্কা সফরে যাবে টাইগাররা।