দেশের প্রথম সাদা বাঘ চট্টগ্রাম চিড়িয়াখানায়

519

দেখতে হলুদ রঙের উপর কালো ডোরাকাটা দেখলেই সবাই বুঝে নেয় এটি রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু সাদা রঙের উপর কালো ডোরাকাটা বাঘের অস্তিত্ব ছিল কেবল স্বপ্নে-গল্পে। অবশ্য ভারতসহ বিভিন্ন দেশের চিড়িয়াখানায় সাদা বাঘের দেখা মেলে। যদিও তা সংখ্যায় কম। দেশের ইতিহাসে সম্প্রতি প্রথম সাদা বাঘ জন্ম নিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। ২০১৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকা দিয়ে দুটি বেঙ্গল টাইগার কিনে আনা হয় চট্টগ্রাম চিড়িয়াখানায়। বাঘ দুটির নাম রাখা হয় ‘রাজ’ ও ‘পরী’। সেই দম্পতির ঘরেই গত ১৯ জুলাই জন্ম নেয় নতুন তিনটি সাদা বাঘশাবক। এর মধ্যে অবশ্য একটি বাঘশাবক মারা গেছে। বেঁচে থাকা দুটি বাঘ শাবক সুস্থ আছে এবং ধীরে ধীরে বড় হচ্ছে। সাদ বাঘশাবকটির কান, নাক ও লেজ সবকিছুই সাদা রঙের। ১৯ জুলাই জন্ম নিলেও এই খবর প্রচার হয় দেড়মাস পর। বাঘ দুটি ঝামেলাবিহীনভাবে বেড়ে ওঠার জন্যই এই খবর চেপে রাখে কর্তৃপক্ষ। বিরল প্রজাতির এই সাদা বাঘ দেখতেই চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।