জার্মানিতে করোনায় আক্রান্ত হলেন ৫ বাংলাদেশি

326

জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী।

শনিবার বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, আক্রান্ত পাঁচ জনের মধ্যে তিন জন একই পরিবারের। এদের একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা বার্লিনের বাসিন্দা। অপর দুই জনের একজন মিউনিখ ও অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা। তবে সবাই শারীরিক অবস্থায় উন্নতির পথে।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায়। আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২ হাজার ২৮৮ জন। মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শূন্য দশমিক ছয় শতাংশ।

করোনাভাইরাস নিয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসে ২৮ হাজার ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৬ লাখ ২১ হাজার ৮০ জন।

প্রাণহানীর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ইতালিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। এছাড়া আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৪ জন।