চাঁপাইনবাবঞ্জে র‌্যাবের হাতে ৩ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ৩

250

সদর উপজেলায় র‌্যাবের অভিযানে ৩ কেজি হেরোইনসহ ৩ ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। র‌্যাব জানায়, গতকাল সন্ধ্যা সোয়া ৬টার দিকে রানীনগর এলাকায় রাজশাহীর মোল্লাপাড়া ও চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প যৌথ অভিযানটি চালায়। অভিযানে আটকরা হলেন, সদর উপজেলার চর কোদালকাঠী গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে শফিকুল ইসলাম, চর আলাতুলী বকচর গ্রামের নূর মোহম্মদের ছেলে আলাউদ্দি ও একই গ্রামের সাদেকুলের ছেলে সুমন। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতলী ইউনিয়নের বকচর গ্রামের নিকট ভারত সীমান্তবর্তী এলাকা থেকে কয়েক মাদক কারবারি যাত্রীবেশে নৌকা যোগে হেরোইন নিয়ে বিক্রির জন্য পদ্মানদী পেরিয়ে বালুগ্রাম ঘাটের দিকে আসছে। এমন তথ্য পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল দূর্গম রাস্তা পায়ে হেঁটে আলাতুলী ইউনিয়নের বালুগ্রাম পদ্মানদীর ঘাটে পৌঁছামাত্র দেখতে পায় ৩ ব্যাক্তি একটি ডিঙ্গি নৌকা থেকে বাজারের ব্যাগ হাতে নামছে। তীরে নেমেই তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে আটক হয়। তাদের ব্যাগে হেরোইন পাওয়া যায়। তবে এ সময় ডিঙ্গি নৌকাতে থাকা অপর একজন নৌকানিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।