চাঁপাইনবাবঞ্জে বিশ^ ভোক্তা অধিকার দিবস উদযাপন

55

‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’-প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, মুদি ব্যবসায়ী প্রতিনিধি হাদিকুল ইসলাম, মাংস ব্যবসায়ী প্রতিনিধি দুরুল হোদা, রেষ্ট্ররেন্ট মালিক সমিতি প্রতিনিধি মো. রনি, দুগ্ধ ব্যবসায়ী প্রতিনিধি সঞ্জন ঘোষ, বেকারী মালিক সমিতি প্রতিনিধি জমসেদ আলী সহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা, দিবসের দিবসের তুলে ধরে ভোক্তার অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা ও এর প্রয়োগ নিয়ে আলোচনা করেন। তাঁরা ব্যবসায়ীদের মূনাফা বেশী না করা ও ভেজালমুক্ত পণ্য বিক্রির অনুরোধ করেন।

এদিকে, স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম ব্যবহার করি-এই শ্লোগানে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা সভাকক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলার মোজাহার হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ফেন্সি ষ্টোরের স্বত্বাধিকারী মুরাদ হাসান, সাবেক ব্রাক কর্মকর্তা শাখা হাবিবুর রহমানসহ অন্যরা।