চাঁপাইনবাবগঞ্জ শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক সভা

25

চাঁপাইনবাবগঞ্জে সমমনা অংশীজনদের সাথে শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা মডেল মসজিদের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম সভার আয়োজন করে। শিশু কল্যাণ সমস্যা চিহ্নিতকরণ বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল। ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম সম্পর্কে পাওয়ার প্রজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন, লাইভলীহুডস প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিষ্ট ইফতেখার উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফার”ক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ইমাম সমিতির সভাপতি আব্দুর রহিমসহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তি। উল্লেখ্য, শিশু কল্যাণে সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধানে কি কি কার্যক্রম নেয়া যেতে পারে, কোন কোন বেসরকারি প্রতিষ্ঠান শিশুদের উন্নয়নের লক্ষে কাজ করছে তাদের সাথে সমন্বয় রেখে কার্যক্রম শুর” করাই এই প্রকল্পের উদ্দেশ্য।