জেলা শহরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৪ উদযাপন

22

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মানববন্ধন, পরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ রোধে সচেতনতা বাড়াতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ ওরাঁও এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা র”হুল আমিন। জেলা সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ অন্যরা। সভার শুর”তে স্বাগত বক্তব্য দেন, জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মিজানুর রহমান। এছাড়া শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।