চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা আন্তঃনগর ট্রেন ২৫ জুলাই থেকে চালু হতে পারে বলেছেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক

123

আগামী ২৫ জুলাই থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হতে পারে। সে লক্ষে কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। রেলওয়ের এ মহাব্যবস্থাপক বলেন- “আগামী ২৫ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী বেনাপোল পর্যন্ত একটি বিরতিহীন ট্রেন চালু করবেন। একই দিন তিনি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটি আন্তঃনগর ট্রেন চালুর জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা চাঁপাইনবাবগঞ্জের বাস্তবতা দেখতে এসেছি। আশা করছি ওইদিনই ট্রেন চালু হবে।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম আরো বলেন- “রাজশাহী থেকে পদ্মা নামের যে ট্রেনটি ছেড়ে যায় সে ট্রেনের সময় আরো ১ ঘণ্টা বাড়িয়ে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাবার চিন্তা করা হচ্ছে। এজন্য চাঁপাইনবাবগঞ্জে ওয়াশপিটসহ অবকাঠামোগত ও কারিগরি বিষয়ক কাজগুলো আমরা করার চেষ্টা করছি। আজ থেকেই আমাদের প্রকৌশলীরা কাজগুলো শুরু করেছে।” পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক আরো বলেন- “চাঁপাইনবাবগঞ্জ থেকে যখন আন্তঃনগর ট্রেন চালু হবে তখন এখানকার চেহারাই বদলে যাবে। প্রয়োজনে রেলের বেহাত হওয়া জমি উদ্ধার করা হবে এবং সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।” সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন- “প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সোনামসজিদ পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে। তবে তার আগে জরিপ কাজ করা প্রয়োজন। সে লক্ষে এরই মধ্যে দুইবার ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে; কিন্তু ভালো ঠিকাদার পাওয়া যায়নি। তবে আন্তঃনগর ট্রেনটি চালু হলেই ঠিকাদার খুঁজতে হবে না- ঠিকাদাররাই আমাদের খুঁজবে এবং দ্রæতই কাজ শুরু করা যাবে বলে আশা করছি।” এসময় তিনি সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসিসহ আন্তঃনগর ট্রেন চালুর ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সেখানে উপস্থিত থাকা সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি চাঁপাইনবাবগঞ্জের আমের নামে ট্রেনের বগিগুলো নামকরণের প্রস্তাব করেন এবং পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম তা সমর্থন করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ প্রয়োজনীয় কাজগুলো দ্রæত করার আহ্বান জানান। মহাব্যবস্থাপকের সাথে উপস্থিত ছিলেন, রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট এ এম এম শাহনেওয়াজ, প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মৃণাল কান্তি বণিক, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দার। এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিনসহ অন্যান্যরা।