আম বোর্ড গঠনের উদ্যোগ নেয়া হবে বলেছেন এমপি জেসি

136

চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ও জনপ্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফেরদৌসি ইসলাম জেসি বলেছেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সম্পদ আম। আম উৎপাদনের ফলে জেলার অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আম উৎপাদনের সাথে জড়িত উৎপাদক ও ব্যবসায়ীদের বিদেশে প্রশিক্ষণ ও সফর করালে অনেক অভিজ্ঞতা অর্জন করে দেশে কাজে লাগাতে পারবে। ট্রেনযোগে আম পরিবহন এবং আম বোর্ড গঠনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি। আজ বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে রফতানির জন্য আম উৎপাদন, আম পণ্য বাজারজাতকরণে সমন্বিত সরবরাহ ও শৃঙ্খলা রক্ষার জন্য আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অডিটোরিয়ামে বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এ সেমিনার আয়োজন করে। এগ্রো প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। অতিথি হিসেবে বক্তব্য দেন, মেসবাহুল সাকের জ্যোতি, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ ড. সাইফুর রহমান, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন, কৃষিবিদ জহুরুল ইসলাম আম রফতানি বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন। সেমিনার সঞ্চালনা করেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। সেমিনারে সাবেক সাধারণ সম্পাদক শুকুরুদ্দীনসহ ১৫০ জন আমচাষী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।