চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ১০ লাখ টাকার করোনার চিকিৎসা সামগ্রী প্রদান

97

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের করোনা ইউনিটের জন্য ইঞ্জেকশন, অক্সিজেন ফ্লো মেশিন, অক্সিজেন সিলিন্ডার, মাস্কসহ প্রায় ১০ লাখ টাকার ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটির কান্ট্রি ডিরেক্টর ও সিইও আওয়ামী লীগ নেতা জারা জাবীন মাহবুব স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাপাইয়ের মাধ্যমে এইসব চিকিৎসা সামগ্রী প্রদান করেন।
রবিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, জেলা বিএমএর সভাপতি ডা. দুররুল হোদা, আব্দুল মতিন, সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. নাহিদ ইসলাম মুন, ফাইজার রহমান কনক, হেল্প চাপাইয়ের সাধারণ সম্পাদক জিলহাজ্ব বিশ্বাস।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে সদর হাসপাতালে জারা জাবীন মাহবুব স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প চাঁপাইয়ের মাধ্যমে প্রায় ১২ লাখ টাকার ওষুধ, অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসার অন্যান্য সামগ্রী প্রদান করেন।