চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরসহ শিবগঞ্জ ও নিয়ামতপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

98

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহর ও শিবগঞ্জ এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। করোনার কারণে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নিজস্ব প্রতিবেদক : ‘অধিকার ও পছন্দই মূল কথা : প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাক্সিক্ষত জন্মহারে সমাধান মেলে’ এই প্রতিপাদ্যে সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। করোনার কারণে এবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে নারীর অধিকার, নারীর সমতা, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, নারীর স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম. তাজকির-উজ-জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতারসহ সরকারি কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন।
শিবগঞ্জ প্রতিনিধি : জেলার শিবগঞ্জ প্রান্তে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
“মহামারি কোভিড-১৯কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খানসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের জেলা কনসালটেন্ট ডা. কাজি সাদেকুল বারী অনুষ্ঠানে সঞ্চালনা করেন।
নিয়ামতপুর প্রতিনিধি : রবিবার বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাক্সিক্ষত জন্মহারে সমাধান মেলে”।
চন্দননগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বদিউজ্জামান বদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ বজলুর রহমান নঈম।
উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মোসা. মৌসুমী খাতুন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোসা. রশিদা বানু, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোসা. মাসুদা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রসুলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চন্দননগর ইউনিয়ন পরিষদ।