চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির কম্বল বিতরণ ও চিকিৎসা প্রদান

100

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মেডিকেল ক্যাম্পেইনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা। তিনি স্থানীয় ১০০ জন দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করেন।
এছাড়া বিভিন্ন কোম্পানি ও বিওপি কমান্ডারগণ সীমান্তবর্তী শীতার্ত মানুষের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ৪০০টি শীতবস্ত্র বিতরণ করেন।
এছাড়াও ব্যাটালিয়ন অধিনায়কের উপস্থিতিতে স্থানীয় ১৮৩ জন অসুস্থ গরিব দুস্থকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। বেসামরিক মেডিকেল অফিসার ফুয়াদ কবিরের নেতৃত্বে ৪ সদস্যের একটি মেডিকেল টিম ব্যাটালিয়ন সদর দপ্তরের সম্মুখে মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান করেন।