চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

579

চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ দুপুরে ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে কেককাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন, প্রধান অতিথি ও বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন (রংপুর) কমান্ডার ব্রি.জেনারেল সাইদুল ইসলাম। অনুষ্ঠানে ব্যাটালিয়ন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহম্মদ সাজ্জাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, ৫৯’বিজিবি পরিচালক লে.কর্ণেল রাশেদ আলী, রংপুর রিজিয়ন পরিচালক (অপারেশন) ও ৫৯’বিজিবি প্রতিষ্ঠাতা পরিচালক লে.কর্ণেল হাসান মোরশেদ, চাঁপাইনবাবগঞ্জ ৯’বিজিবি পরিচালক লে.কর্ণেল আবুল এহসান, রাজশাহী ১’বিজিবি পরিচলক লে.কর্ণেল শামীম মাসুদ আল ইফতেখার, নওগাঁ ১৬ ও ১৪’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক যথাক্রমে লে.কর্ণেল মোহাম্মদ হোসেন ও লে.কর্ণেল খিজির খান (প্রকৌ.),র‌্যাব-৫ রাজশাহীর পরিচালক লে.কর্ণেল মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোজহিদুল ইসলাম, পৌর মেয়র নজরুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সৈনিকবৃন্দ। প্রীতভোজ শেষে দেশের ও সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি। তিনি মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী কজে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি একযোগে কাজ করার আহব্বান জানান। সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এর আগে সকালে ব্যাটালিয়ন সদরে মিলাদ, গার্ড সালামীর মাধ্যমে পতাকা উত্তোলন ও বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।