রেডিও মহানন্দার কর্মীদের অনুষ্ঠান তৈরীতে দক্ষতা উন্নয়নে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠিত

456

রেডিও মহানন্দার কর্মীদের অনুষ্ঠান তৈরীতে দক্ষতা উন্নয়নে ৪ ধাপে ২৮ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে আজ দুপুরে সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জার্মান রেডিও ডয়চেভেলে একাডেমির প্রশিক্ষক আন্দ্রিয়াস লানজে। তার কথাগুলো  বাংলায় অনুবাদ করেন প্রজেক্ট এ্যাসিসটেন্ট মেহরাজ হোসেন সরকার। প্রশিক্ষক আন্দ্রিয়াস লানজে প্রশিক্ষণার্থীদের উদ্যেশ্যে বলেন ১ বছর আগে আপনারা যা ছিলেন এখন ট্রেনিং এর পরে অনেক কিছু রপ্ত করতে পেরেছেন এবং ভবিষতে এটা আপনারা কাজে লাগাতে পারবেন। রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন। এসময় তিনি, এই প্রশিক্ষণ আমাদের রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে নতুনত্ব এনে দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পায় এমনভাবে কাজ করতে বলেন কর্মীদের। যেকোন প্রশিক্ষণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে বলে জানান ষ্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস। এসময় সহকারী ষ্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারী, টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার মুনিরুল ইসলাম, রেডিও মহানন্দার সহযোগী প্রযোজক অনুষ্ঠান ও খবর  নয়ন আলী, মৌটুসী চৌধুরীসহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হয়।