চাঁপাইনবাবগঞ্জে ৩০২ নমূনায় ৪৩ জন শনাক্ত, করোনায় ও উপসর্গে মৃত্যু ৪

98

চাঁপাইনবাবগঞ্জে ৩০২টি নমূনার দুই ধরণের পরীক্ষায় আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আজ রাজশাহী মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ১৩৫টি নমূনার ফলাফলে ২৭ জন শনাক্ত হন। এদিন জেলাব্যাপী ১৬৭ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৭ জন শনাক্ত হন। সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে বিগত ২৪ ঘন্টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের এক পুরুষ রোগীর মৃত্য নিশ্চিত করা হয়েছে। এ দিকে জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার বলেন, আজ রাত ৮টা পর্যন্ত হাসপাতালে উপসর্গ নিয়ে সদরের বাসিন্দা ২ পুরুষ ও ১ নারীসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন।

এদিকে, গোমস্তাপুরে গতি ২৪ ঘণ্টায় নতুন করে করে কেউ শনাক্ত হননি। আজ সারাদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে কেউ সংক্রমিত হননি। গত দুই দিনে এ উপজেলায় মাত্র ১ জন শনাক্ত হয়েছেন।