চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ৭

246

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বুধবার (২৪ জুলাই) বজ্রপাতে ২ কৃষক নিহত ও জেলা সদরে ৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের সূর্যপুর কাচারীপাড়ার রজব আলীর ছেলে একরামুল হক কালু (৩৫) ও একই উপজেলার ফতেপুর ইউনিয়নের বেড়া গ্রামের কবির আলীর ছেলে আরমান আলী (৩০)। নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে বজ্রপাত হলে এ দুজন মারা যান। এ সময় তারা মাঠে কাজ করছিলেন। এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, একই সময়ে বজ্রপাতে সদর উপজেলায় ৭ জন আহত হয়েছেন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন। এ সময় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, বজ্রপাতের সময় সকল শিক্ষর্থী ক্লাসে অবস্থান করছিল, হঠাৎ বিকট শব্দে বিদ্যুৎ চমকালে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী।