গোমস্তাপুরে কৃষি উদ্যেক্তাদের মাঝে উপকরণ বিতরণ

114

গোমস্তাপুর উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম প্রজেক্টের আওতায় কৃষি উদ্যোক্তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমরান আলী.সফল উদ্যোক্তা ও অরণ্য কৃষি খামার স্বত্বাধিকারী রফিকুল ইসলাম,সফল মধু চাষী মনিরুল ইসলাসহ অন্যান্যরা।অনুষ্ঠানে প্রজেক্টের আওতায় ৫ লক্ষ ৮১ হাজার টাকা ও উদ্যেক্তার নিজস্ব ২৫ লক্ষ ৪৪ হাজার টাকা ব্যয়ে রফিকুল ইসলামকে একটি ট্রাক প্রদান করা হয়। এই সফল উদ্যোক্তা জানান, নওগাঁর পোরশা. চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কেন্দোবনা ও গোমস্তাপুর উপজেলার আলমপুর সহ তিন উপজেলার বাগান থেকে এই ট্রাকের সাহায়্যে তিনি ফলমূল বাজারজাত করবেন। এছাড়া প্রজেক্টের আওতায় সফল মধু চাষি মনিরুল ইসলামকে মধু নিষ্কাশন যন্ত্র কেনার জন্য ৪ লক্ষ টাকা প্রদান করা হয়।