চাঁপাইনবাবগঞ্জে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে কম্বল বিতরণ

213

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও গুড়িপাড়ার হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসেবে ১২০টি কম্বল বিতরণ করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি এর উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। আজ দুপুরে সাধারণ পাঠাগার চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও আইডিইবি’র সভাপতি সাদেকুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুছ ছামাদ মোল্লাসহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে আর দরিদ্র মানুষ থাকবে না। কারণ, আমাদের এই বাংলাদেশ অচিরেই দারিদ্র্যমুক্ত হবে। দারিদ্র্যমুক্ত দেশ গড়ার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে। সরকারের পাশাপাশি আইডিইবি’র মতো অনেক প্রতিষ্ঠান দেশের গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে। তাই সরকারের পাশাপাশি সামর্থ্যানুযায়ী দেশের গরীব মানুষদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান জেলাপ্রশাসক। অনুষ্ঠানে জানানো হয় আইডিইবির উদ্যোগে সাড়ে ৩শ কম্বল বিতরণ করা হবে।