তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে গঠিত জেলা উপদেষ্টা কমিটির সভা

195

জেলা পর্যায়ে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও এ উপদেষ্টা কমিটির সভাপতি এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত তিন মাসের প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে. এম. তাজকির-উজ-জামান। প্রতিবেদনে জানানো হয়. জেলায় তথ্যপ্রদানকারী ইউনিট রয়েছে ৬৯২টি। এজন্য তথ্যপ্রদানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে ৬০৩জন। অপর দিকে বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা ৬০২জন। সভায় আরো জানানো হয়, তথ্য প্রদানের দিক থেকে উপজেলা পর্যায়ে এগিয়ে আছে নাচোল।
সভায় আরো জানানো হয়, জেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯-এর বাস্তবায়ন আরো জোরদার করার লক্ষে জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় সরকারি, বেসরকারি, আধাসরকারি ও সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জনসাধারনের জন্য আগামী ৩০ ও ৩১ জানুয়ারি প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা আয়োজন করা হবে। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ।