ভোলাহাটে ১৮ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

244

ভোলাহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদে বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও স্কাউটের পোষাক বিতরণ করা হয়েছে। আজ সকালে ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীন, ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যরা। অনুষ্ঠানে মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়, রামেশ্বর পাইলট ইন্সটিটিউশন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয় ও চরধরমপুর উচ্চ বিদ্যালয়ের মোট ১৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া মঞ্জুর আহমেদ উচ্চ বিদ্যালয় ও বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০টি করে ৪০টি স্কাউটের পোষাক প্রদান করা হয়।
এদিকে ভোলাহাট গোহালবাড়ী ইউপি পরিদর্শণ ও পানির পাম্প উদ্বোধন করা হয়েছে। বিকেলে স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন প্রথমে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে ডিজিটাল সেন্টার ও উন্নয়ন প্রকল্প পরিদর্শণ করেন। পরে সুরানপুর গ্রামে পানির পাম্পের ট্র্যাংক নির্মাণ পাইপ লাইন স্থাপন এবং ঘরের মিটার, তার ও ট্রান্সফরমার স্থাপন উদ্বোধন করেন। এ সময় ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উদ্বোধনকৃত পাম্পের ট্র্যাংকির পানি ধারণ ক্ষমতা ৩০ হাজার লিটার এবং এ এলাকার মোট ১৫ হাজার মানুষ বিশুদ্ধ পানি খাওয়ার সুবিধা পাবে বলে জানান, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।