চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত

179

সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জেও প্রথমবারের মত ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় বীমা দিবস-২০২০ পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, সাধারণ বীমা কর্পোরেশনের জেলা ব্যবস্থাপক জিয়াউল হকসহ বিভিন্ন বেসরকারী বীমা কোম্পানী কর্মকতা-প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বীমা শিল্পের গুরুত্ব, শ্রেণি-বিভাগ, কর্মসংস্থান ও অর্থনীতিতে এর অবদান নিয়ে আলোচনা করেন বক্তরা।