চাঁপাইনবাবগঞ্জে কলসেন্টার ‘৩৩৩’ প্রচারণায় প্রশাসনের প্রেস কনফারেন্স

180

২০১৭ সালে চালু হওয়া মূলত: প্রশাসনিক সেবা ও তথ্য পাবার সরকারী কলসেন্টার ‘৩৩৩’ এর ব্যবহার বাড়াতে প্রচারণামূলক প্রেস কনফারেন্স করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। বুধবার(৪’সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক এতে সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড.চিত্রলেখা নাজনীন,অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন,গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান,নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা,ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন সহ সংশ্লিষ্টরা।
প্রেস কনফারেন্সে প্রশাসনের পক্ষে কলসেন্টার ৩৩৩ এর ব্যবহার বাড়াতে সাংবাদিকদের সহায়তা চাওয়া হয়। দ্রুত কলসেন্টারটির কার্যকারিতা জনসাধারণকে জানাতে কিভাবে প্রচার করা যায় সে বিষয়ে আলোচনা হয়।
জানানো হয়, ৩৩৩ নং এ যে কোন ফোন বা মোবাইল ফোন থেকে কল করে ভূমি, নামজারী, ভোক্তা অধিকার ও আইনশৃঙ্খলা সংক্রান্ত,বাল্যবিয়ে,বখাটের উৎপাত,যৌতুক,ইভটিজিং ও নারী নির্যাতন রোধ,জরুরী স্বাস্থ্য ও অগ্নি নির্বাপন সেবা সম্পর্কে তথ্য লেনদেন ও অভিযোগ করে প্রতিকার পাওয়া যাবে।
এক্ষেত্রে প্রয়োজনে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারী কর্মকর্তাদের মোবাইল নং সংগ্রহ করে তাদের সাথে কথা বলা যাবে। এছাড়া ৩৩৩ এ কল করে জেলা,উপজেলার পর্যটন বা অনান্য তথ্য, প্রাকৃতিক দূর্যোগ সম্পর্কে তথ্য আদান প্রদান করা যাবে। বিভিন্ন সামাজিক সমস্যা,চোরাচালান, মাদক ক্রয় বিক্রয়,জুয়া, সরকারী সম্পদ দখল,চুরি ইত্যাদি সম্পর্কেও অভিযোগ করা যাবে ৩৩৩ নং এ কল করে। সকল ক্ষেত্রে কলকারীর পরিচয় গোপন রাখা হবে।
জবাবদিহিতামূলক প্রশাসনের জন্য ও সরকারী বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে জানিয়ে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দ্রুত কলসেন্টার ৩৩৩ এর ব্যবহার বাড়াতে চায় বলে সাংবাদিকদের জানান প্রশাসনের কর্মকর্তারা। এর মাধ্যমে জনগণের সাথে সাথে প্রশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ হবে বলে আশা করেন কর্মকর্তারা।