চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

20

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছ্।ে আজ সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ভোলাহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকাশ, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, রামেশ^র পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুরবান আলী, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার শাহাদাৎ হোসাইনসহ অন্যরা।

অন্যদিকে, গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, মকবুল হোসেন ও আব্দুল মজিদ, সঙ্গীতশিল্পী সৈয়দ শামসুল ইসলাম রানু, রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র শামিউল হালিমসহ অন্যরা।