চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

162


“ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক” আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম নূরুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ.কে.এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবেন্দ্রনাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এফ এম খাইরুল আতাতুর্ক, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা মেয়র নজরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পাঁচ উপজেলার মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলর, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা। উল্লেখ্য, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক” রচনা প্রতিযেগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে, ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে, নাচোলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ নাচোল উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‌্যালী পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ, শিক্ষা কর্মকর্তার আমিরুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা গোলাম মওলা, কৃষি কর্মকর্তা একেএম সাদিকুল ইসলাম ও নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শফিউর রহমান, কসবা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপ-প্রকল্প কর্মকর্তা পুষ্পিতা রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আলোচনাসভায় বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনের ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলেধরে প্রচার করার উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে, গোমস্তাপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক মজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করে। এদিকে বিভিন্ন কর্মসূচীতে অংশ নেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।