চাঁপাইনবাবগঞ্জে ‘আমের ১০০ জাত’সহ তিন প্রকাশনা বিষয়ে প্রেস ব্রিফিং

96

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন প্রকাশিত ‘আমের ১০০ জাত’, ইউনিযন পরিষদসমূহকে নিয়ে প্রকাশিত ‘তৃণমূল বার্তা’ ও গ্রামপুলিশদের দৈনন্দিন কাজের জন্য রিপোর্টিং বুক এবং তাদের সংগৃহীত তথ্য লিপিবদ্ধ করার জন্য উদ্ভাবিত সফটওয়ার বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এই ব্রিফিংয়ের আয়োজন করে।
সাংবাদিকদের ব্রিফ করেন এসবের উদ্যোক্তা স্থানীয় সরকারের উপপরিচালক এ, কে, এম, তাজকির-উজ-জামান। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী হলেও আমের জাতগুলো সংরক্ষণের উদ্যোগ কেউ নেয়নি। জেলা প্রশাসনের এই উদ্যোগের ফলে পরিচিত আমগুলোসহ ১০০টি জাতের আমের বিস্তারিত তথ্য এই অ্যালবামে সন্নিবেশিত হয়েছে। এই বইটি পড়ে আমগুলো সম্পর্কে মানুষ জানতে পারবে। অন্যদিকে ইউনিয়ন পরিষদসমূহের কার্যক্রমসহ ইউনিয়নের যাবতীয় তথ্য নিয়ে প্রকাশ করা হয়েছে ‘তৃণমূল বার্তা’।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার এসএম আশিস মোমতাজ। উদ্ভাবিত সফটওয়ার সম্পর্কে ধারণা প্রদান করেন এর উদ্ভাবক শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মো. আব্দুল মতিন।