৫৩ বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

114

চাঁপাইনবাবগঞ্জ ও গোদাগাড়ী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছেন ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা। গত শুক্রবার ও শনিবার এই অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, শুক্রবার ওয়াহেদপুর বিওপির সদস্যরা ৫০০ গ্রাম হেরোইন, মনাকষা বিওপির সদস্যরা ৪৬ বোতল ফেনসিডিল এবং আজ (গতকাল) শনিবার গোদাগাড়ী বিওপির সদস্যরা ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এছাড়াও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আজ (গতকাল) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জহুরপুরটেক বিওপির একটি টহলদল নায়েব সুবেদার আবু সিদ্দিকের নেতৃত্বে সীমান্ত পিলার ১৯/৬ এস হতে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই জেলার সদর উপজেলার সূর্যনারায়ণপুর খলিফার চর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে টহলদল জেলার সদর উপজেলার কৃষ্ণদহ গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে মো. মামুন (৩২)কে ৫০০ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়।