চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্রের মেলা

64

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা মিশন ফুটবল মাঠ প্রাঙ্গণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ‘বৈচিত্রের মেলা-সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর ১০৪ তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের মানুষের অত্যন্ত উদার। তাঁর কাছে আমি যখন যা চেয়েছি তিনি তাই আমাকে দিয়েছেন। কাজেই আপনাদের কালচারাল কেন্দ্র নির্মাণে আমি চেষ্টা করব। তিনি বেলন, আমি আদিবাসীদের জন্য বাবুডাইংয়ে রাস্তা করে দিয়েছি, জলাহারে রাস্তা করে দিয়েছি, গোবরাতলা ইউনিয়নেও আদিবাসীদরে জন্য পাকা রাস্তা করে দিয়েছি। আরো যেসব রাস্তার প্রয়োজন তা নির্মাণের জন্যও আমি চেষ্টা করব।
সকাল ১০ টা হতে সারাদিন ব্যতিক্রমী এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ও সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে বঙ্গবন্ধু সম্প্রীতির যে স্বপ্ন দেখেছিলেন; তাঁর সেই চেতনা থেকেই এই আয়োজন বলে অনুষ্ঠানে জানানো হয়। আয়োজনে বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীসহ উত্তরবঙ্গের প্রায় ২০ টিরও অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরেন।
অনুষ্ঠানে সকলর মাঝে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সচেতনতা সৃষ্টিতে আলকাপ, গম্ভীরাসহ অন্যান্য সচেতনমূলক গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিকেলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ল্ৎুফুল হাসান, এনএজিআর নিবার্হী পরিচালক স্টেফান সরেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ।
সূচনা বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু।

এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।